odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

১১জন প্রিন্সকে গ্রেপ্তার সৌদিতে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ January ২০১৮ ১২:১৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ January ২০১৮ ১২:১৯

সৌদি আরবের রিয়াদে রাজপ্রাসাদে বিক্ষোভ করায় দেশটির ১১জন প্রিন্সকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।পানি ও বিদ্যুৎ বিল এই প্রিন্সদের নিজেদেরই দিতে হবে- অর্থনৈতিক সংস্কারের অংশ হিসাবে সৌদি সরকারের এমন এক সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করছিলেন ওই প্রিন্সরা।

বাদশাহের আদেশে তাদের গ্রেপ্তারের পর সর্ব্বোচ্চ নিরাপত্তা রয়েছে, এমন একটি কারাগারে প্রিন্সদের পাঠানো হয়েছে। সৌদি অ্যাটর্নি জেনারেল বলছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। অবশ্য গ্রেপ্তারকৃতদের নাম জানা যায়নি। ঘটনাটি প্রথম প্রকাশ করে একটি অন-লাইন ভিত্তিক সৌদি গণমাধ্যম 'সাবক'। বিক্ষোভরত প্রিন্সরা গত বছর আরেক প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনার ক্ষতিপূরণও দাবি করছিলেন। এসব কাজে জনসাধারণ শান্তি বিঘ্নিত হওয়া ও শৃঙ্খলা ভঙ্গের দায় এনে প্রিন্সদের সেখান থেকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে সৌদি সরকার তেলের ওপর নির্ভরতা কমাতে একটি নতুন অর্থনৈতিক সময়ে প্রবেশের পরিকল্পনা করেছে। তারই অংশ হিসেবে দেশটিতে দ্বিগুণ করা হয়েছে তেলের দাম এবং বেশিরভাগ ভোগ্যপণ্যের ওপর ৫ শতাংশ হারে ট্যাক্স বসানো হয়েছে। বেশকিছু সরকারি ভর্তুকিও তুলে নেয়া হয়েছে।গত নভেম্বরে দেশটির রাজপরিবারের অনেক সদস্য, বর্তমান ও সাবেক মন্ত্রী এবং শীর্ষ ধনকুবেরদের গ্রেপ্তার করে বন্দী করে রাখা হয়েছে বিলাসবহুল একটি হোটেলে।সৌদি যুবরাজের নেতৃত্বে দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে এসব পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়। সৌদি আরবে কয়েক হাজার রাজপরিবারের সদস্য রয়েছে বলে ধারণা করা হয়, যাদের সম্পদ এবং মর্যাদার ক্ষেত্রে পার্থক্য রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: