odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

শেষ মুহূর্তের গোলে পর্তুগালের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ June ২০২৪ ১৫:৩৫

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ June ২০২৪ ১৫:৩৫

১৯ জুন ২০২০ (স্পোর্ট ডেস্ক) : পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে ফ্রান্সিসকো কনসেইকাওর গোলে চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়ে নাটকীয় জয়ে ইউরো যাত্রা শুরু করেছে সাবেক চ্যাম্পিয়ন পর্তুগাল। 

রবার্তো মার্টিনেজের পর্তুগাল বাছাইপর্বে শতভাগ জয় নিয়ে মূল পর্বে খেলতে এসেছে। কাল লিপজিগে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে চেকদের বিপক্ষে জয়ী হতে তাদের বেশ কষ্টই করতে হয়েছে।

এই ম্যাচের মাধ্যমে পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো রেকর্ড ষষ্ঠ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ খেলার রেকর্ড গড়েছেন। 

সূত্র: এএফপি



আপনার মূল্যবান মতামত দিন: