odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 25th January 2026, ২৫th January ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ July ২০২৪ ১৮:১৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ July ২০২৪ ১৮:১৮

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন স্যার কিয়ার স্টারমার। শুক্রবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লস লেবার নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। অন্যদিকে নির্বাচনে ভরাডুবি হয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির।

যুক্তরাজ্যের পার্লামেন্টের মোট ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য কোনো দলকে এককভাবে পেতে হবে ৩২৬টি আসন। প্রকাশিত ফলাফলে দেখা গেছে লেবার পার্টি এ পর্যন্ত ৪১২ আসনে জয় পেয়েছে। ১২১ আসন পেয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৭১ আসনে জয় পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: