odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

অবৈধভাবে রাস্তা খনন : ঢাকা ওয়াসাকে ১৪ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৯ July ২০২৪ ২২:০৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ July ২০২৪ ২২:০৪

স্বাক্ষর জালিয়াতি করে অবৈধভাবে লালবাগের শহীদ আবদুল আলীম খেলার মাঠসংলগ্ন সড়ক খনন করার ঘটনায় ঢাকা ওয়াসাকে প্রায় ১৪ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সড়ক খনন নীতিমালা-২০১৯–এর ১.৩. ৫ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৩–এর আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল গতকাল সোমবার রাতেই ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাকে জরিমানার বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছেন। ঢাকা ওয়াসা আজ (৯ জুলাই) সেই চিঠি গ্রহণ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: