odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বিচারবিভাগের ফ্যাসিবাদ বিলোপ করতে হবে : সমন্বয়ক আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ August ২০২৪ ০৯:৫৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ August ২০২৪ ০৯:৫৫

বিচারবিভাগের ফ্যাসিবাদ বিলোপ করতে হবে বলে দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুকে এক পোস্টে এ দাবি জানান তিনি।

আসিফ লিখেছেন, বিচার বিভাগের ফ্যাসিবাদ বিলোপ করতে হবে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বিচারবিভাগে এখনো ফ্যাসিবাদী ব্যবস্থার শরিক বিচারপতিরা বিচরণ করছেন।

তিনি আরও লিখেছেন, আমরা অচিরেই ফ্যাসিবাদী ব্যবস্থার সক্রিয় শরিক প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতিবৃন্দের অপসারণ দাবি করছি। অনতিবিলম্বে দেশপ্রেমিক এবং জনগণের পক্ষের বিচারপতিদের উক্ত শুন্য পদসমূহে নিয়োগ করে দেশে ছাত্র-জনতার সরকার প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুততর করা হোক। আশা করবো সকালের মধ্যেই বিচারপতিগণ স্বেচ্ছায় পদত্যাগ করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: