odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

জবি ভিসিসহ, রেজিস্ট্রার, প্রক্টরের পদত্যাগ

রিচি, জবি প্রতিনিধি | প্রকাশিত: ১১ August ২০২৪ ২১:৩৭

রিচি, জবি প্রতিনিধি
প্রকাশিত: ১১ August ২০২৪ ২১:৩৭

রিচি, জবি প্রতিনিধি : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ পলায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমসহ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন পদত্যাগ করেছেন।

১১ আগস্ট (রবিবার) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিসিসহ, রেজিস্ট্রার, প্রক্টরমহলকে পদত্যাগ করার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। শেষ মূহুর্তে শিক্ষার্থীদের তোপের মুখে তারা পদত্যাগ করতে বাধ্য হন।

জানা যায়, গত এক মাস ধরেই সরকারের পক্ষে নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিপক্ষে ছিলেন ভিসি, রেজিস্ট্রার এবং প্রক্টর। তারা শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন উপায়ে বাধা প্রদান করেন। শিক্ষার্থীদের আন্দোলনকে থামানোর জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ৩ আগষ্ট গণভবনে উপাচার্য সাদেকা হালিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আইনুল ইসলামসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সাদেকা হালিমের বিরুদ্ধে চারটি গবেষণা পত্রে চুরির সুনিদিষ্ট অভিযোগ রয়েছে। গবেষণাপত্র চুরির অভিযোগ থাকা সত্ত্বেও গত ৩০ নভেম্বর, ২০২৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সাদেকা হালিম।



আপনার মূল্যবান মতামত দিন: