odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

ভারতের লখনৌতে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৮

odhikarpatra | প্রকাশিত: ৮ September ২০২৪ ২০:১৬

odhikarpatra
প্রকাশিত: ৮ September ২০২৪ ২০:১৬

নয়াদিল্লি ০৮ সেপ্টেম্বর ২০২৪ :  ভারতের উত্তরাঞ্চলীয় শহর লখনৌতে ধসে পড়া একটি ভবনের ধ্বংসাবশেষ থেকে আরও চারটি লাশ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। এর ফলে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আটজনে দাঁড়িয়েছে।


শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের পরিবহন নগর এলাকার একটি তিনতলা ভবনটি ধসে পড়ে। এ ঘটনার পর প্রায় ৩০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা অমিত ভার্মা গণমাধ্যমকে বলেন, ‘আটজনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং প্রায় ৩০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিচে কেউ যেন আটকা না পড়ে থাকেন, সেজন্য উদ্ধার অভিযান চলছে।’

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান ভার্মা।

১৫ বছরের পুরনো ভবনটি ওষুধের পাইকারি ব্যবসার জন্য ব্যবহৃত হতো।

গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণে আশপাশের এলাকায়

জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার পর ভবনটি ধসে পড়ে।



আপনার মূল্যবান মতামত দিন: