odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আমরা মহাজোটে নেই; বিরোধী দলে আছি-এরশাদ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ January ২০১৮ ২০:৪৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ January ২০১৮ ২০:৪৬

হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি) : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আমরা মহাজোটে নেই, বিরোধী দলে আছি।

অবস্থার পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টি আবারো মহাজোটে থাকতে পারে। মঙ্গলবার বিকেলে পূর্ব ঘোষনা ছাড়াই হঠাৎ এক ঝটিকা সফরে লালমনিরহাট এসে স্থানীয় সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


এরশাদ আরো বলেন, সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি আন্দোলন-সংগ্রাম করতে পারে। তবে সেই আন্দোলন কতখানি সফল হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে খালেদা জিয়া জেলে গেলে বিএনপি হয়তো নির্বাচনে যাবে না। তখন হয়তো বিএনপি ভেঙ্গে একটি অংশ নির্বাচনে অংশ নিতে পারে। সে ক্ষেত্রে আমরা সার্বিক অবস্থা পর্যালোচনা করে ৩শ আসনে প্রার্থী দিতে পারি।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক বাণিজ্য মন্ত্রী জিএম কাদের আগামী নির্বাচনে লালমনিরহাট সদর-৩ আসন নির্বাচন করবেন। এর আগে তিনি তার ছোট ভাই পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের শহরের সাপটানা বাজারস্থ বাসভবনে গিয়ে কিছুক্ষন দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে পুনুরায় রংপুরের পল্লী নিবাসের উদ্দেশ্যে রওনা দেন।



আপনার মূল্যবান মতামত দিন: