odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

নদী ভাঙ্গন বাঁচাতে হবে-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ January ২০১৮ ১০:১৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ January ২০১৮ ১০:১৬

আমাদের অধিকারপত্র ডটকম: সুষ্ঠু নদী ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বলেছেন, দেশ রক্ষা ও উন্নয়নের জন্য নদী বাঁচাতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সুষ্ঠু নদী ব্যবস্থাপনা নদীগুলোকে বাঁচাতে পারে । দেশ রক্ষা ও উন্নয়নের জন্যই নদী বাঁচাতে হবে।–বাসস

 

‘কম্প্রিহেনসিভ প্লান ফর স্টাবিলাইজেশন অব দ্য যমুনা-পদ্মা রিভার এ্যান্ড পাইলট ইন্টারভেনশন ফর ল্যান্ড রিক্লেমেশন” বৃহস্পতিবার তাঁর কার্যালয়েএর ওপর এক মডেল উপস্থাপন অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন। অন্যান্যের মধ্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানও উপস্থিত ছিলেন।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: