odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আগামীকাল চালু হচ্ছে মেট্রো রেলের মিরপুর-১০ স্টেশন

odhikarpatra | প্রকাশিত: ১৪ October ২০২৪ ২০:৫২

odhikarpatra
প্রকাশিত: ১৪ October ২০২৪ ২০:৫২

বন্ধ থাকা মিরপুর-১০ মেট্রো রেল স্টেশনের কার্যক্রম আগামীকাল মঙ্গলবার থেকে আবার শুরু হচ্ছে। 

ঢাকা মেট্রো ট্রানজিট কোম্পানি লিমিটেডের(ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ তার কার্যালয়ে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পরীক্ষামূলকভাবে স্টেশনটি পরিচালনা সফলভাবে সম্পন্ন হয়েছে, এর ফলে মিরপুর-১০ স্টেশনটি পুনরায় চালু করা সম্ভব হচ্ছে। 

৮৮ দিন পর মিরপুর-১০ মেট্রো রেল স্টেশনটি পুনরায় চালু করার জন্য চূড়ান্ত পরীক্ষা শেষে চালুর জন্য প্রস্তুত হয়েছে বলে জানান আবদুর রউফ বলেন। 

তিনি বলেন, গত ১৯ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে দুর্বৃত্তরা মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনটি ক্ষতিগ্রস্ত করে। 
ভাংচুরকারীরা স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ সবকিছু ভাংচুর করে। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কাজীপাড়া স্টেশন মেরামত শেষে ২০ সেপ্টেম্বর পুনরায় চালু করা হয়। যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে মিরপুর-১০ স্টেশনটি দ্রুত মেরামত করা হয় বলে উল্লেখ করেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক।

মেট্রোরেল ৩৭ দিন বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট থেকে তা পুনরায় চলাচল শুরু হয়



আপনার মূল্যবান মতামত দিন: