odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

লেবাননে 'অনুপ্রবেশ' চেষ্টাকারী ইসরাইলি বাহিনীর ওপর হিজবুল্লাহর গোলাবর্ষণ

odhikarpatra | প্রকাশিত: ১৪ October ২০২৪ ২১:১৫

odhikarpatra
প্রকাশিত: ১৪ October ২০২৪ ২১:১৫

হিজবুল্লাহ বলেছে, আজ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি সেনারা

অনুপ্রবেশ করার চেষ্টা করার সময় তার যোদ্ধারা তাদের লক্ষ্য করে কামানের গোলা ছুড়েছে এবং অন্যান্য স্থানের সৈন্যদেরও লক্ষ্যবস্তু করেছে।

বৈরুত থেকে এএফপি জানায়, এক বিবৃতিতে বলা হয়, সীমান্তবর্তী মার্কাবা গ্রামের কাছে শত্রুদের পদাতিক বাহিনী লেবাননের ভূখণ্ডে অনুবেশের চেষ্টা করলে, হিজবুল্লাহ যোদ্ধারা ‘কামানের গোলা দিয়ে’ বাহিনীটিকে প্রতিহত করে। যোদ্ধারা লেবাননের দক্ষিণে লাবুনেহ এলাকাসহ অন্যান্য স্থানে রকেট দিয়ে সৈন্যদের লক্ষ্যবস্তু করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: