odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

সিরাজগঞ্জে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় নিহত-২

odhikarpatra | প্রকাশিত: ১৭ October ২০২৪ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১৭ October ২০২৪ ২৩:৫৯

ঢাকা-বগুড়া মহাসড়কের সীমান্ত বাজার এলাকায় আজ বৃহস্পতিবার এ  সকাল সাড়ে ৮টার দিকে   রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে পিকআপ ধাক্কা দিলে  দুইজন নিহত হয়েছেন। নিহত দুই ব্যক্তি পিকআপের চালক ও হেলপার ।

মৃতরা হলেন- রংপুর জেলার ঘোড়াঘাট গ্রামের মো. মুক্তার হোসেনের ছেলে মো. আশরাফুল (২৩) ও মোহাম্মদ আলীর ছেলে মো. রনি (২২)।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সীমান্তবাজার এলাকায় একটি মালবাহী ট্রাকের টায়ার পাংচার হয়। চালক রাস্তার উপর  ট্রাক থামিয়ে ট্রায়ার পরিবর্তন করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি পিকআপ পিছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন: