odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

বাসস-এর ক্রীড়া বিভাগের ইনচার্জ রাশিদার পিতা মারা গেছেন

odhikarpatra | প্রকাশিত: ১৮ October ২০২৪ ২১:১৫

odhikarpatra
প্রকাশিত: ১৮ October ২০২৪ ২১:১৫

 

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ক্রীড়া বিভাগের ইনচার্জ রাশিদা আফজালুন নেসা’র পিতা সুজাউর রশিদ গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল  করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  তার বয়স হয়েছিল ৮৯ বছর।

 মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর পুরানা পল্টন জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) পৃথক-পৃথক বার্তায় সুজাউর রশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: