odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

মোলদোভায় ভোট গণনায় 'অনিয়ম' হয়েছে : ক্রেমলিন

odhikarpatra | প্রকাশিত: ২১ October ২০২৪ ১৯:৫২

odhikarpatra
প্রকাশিত: ২১ October ২০২৪ ১৯:৫২

ক্রেমলিন সোমবার  মোল্দোভার প্রেসিডেন্ট নির্বাচন এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য গণভোটে 'অনিয়ম' হয়েছে অভিযোগ করে বলেছে, দেশটির প্রেসিডেন্টকে অবশ্যই নির্বাচনে বৈদেশিক হস্তক্ষেপের দাবি 'প্রমাণ' করতে হবে।

মস্কো থেকে এএফপি  জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইইউ সদস্যপদ ও প্রেসিডেন্ট মাইয়া সান্দুকে উভয় জরিপেই এগিয়ে রাখা হয়েছিল।

তিনি রো বলেন, চিসিনাউ'র 'বিদেশি হস্তক্ষেপ'-এর অভিযোগ 'খুবই গুরুতর' মন্তব্য করে স্যান্দুকে এর পক্ষে 'প্রমাণ উপস্থাপন করতে হবে' বলে উল্লেখ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: