odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

odhikarpatra | প্রকাশিত: ২৩ October ২০২৪ ১৯:০৪

odhikarpatra
প্রকাশিত: ২৩ October ২০২৪ ১৯:০৪

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে জেলা সদরসহ সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ বুধবার দুপুর ২টা থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে সবধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

হাতিয়ার সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, ৩ নম্বর বিপদ সংকেত চলার সাথে সাথে নৌ যোগাযোগ বন্ধ রাখতে বলা আছে। একই সাথে মাছ ধরার নৌকাগুলোকে সতর্কতার সঙ্গে চলতে বলা হয়েছে।

অপরদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে।

জেলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আরজুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় নোয়াখালী জেলায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে।  
 

 



আপনার মূল্যবান মতামত দিন: