odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

ভারতে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে

odhikarpatra | প্রকাশিত: ২৩ October ২০২৪ ২২:২৮

odhikarpatra
প্রকাশিত: ২৩ October ২০২৪ ২২:২৮

প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বুধবার ভারতের পূর্ব উপকূলে বসবাসকারী হাজার হাজার মানুষ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এই সপ্তাহের শেষের দিকে ঘুর্ণিঝড়টি আঘাৎ হাটতে পারে। 

কলকাতা থেকে এএফপি জানায়, ভারতের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ঘূর্ণিঝড় ডানা পশ্চিমবঙ্গ ও উড়িশা রাজ্যের উপকূলীয় এলাকায় বসবাসকারী ১৫ কোটি লোকের বাড়িরঘরের ওপর দিয়ে ভয়াবহ ঝড়টি বয়ে যেতে পারে। 
পূর্বভাসে বলা হয়, এটি বৃহস্পতিবার গভীর রাতে জনপ্রিয় পর্যটন গন্তব্য পুরীর কাছে স্থল নিম্নচাপ পরিনত হতে পারে।  
পশ্চিমবঙ্গের মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা এএফপিকে বলেন, ‘কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চলে লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া শুরু করেছে।’ কর্তৃপক্ষ রোববার পর্যন্ত রাজ্যের নয়টি জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
স্থানীয় মিডিয়া রিপোর্টে বলা হয়, ভারতীয় আবহাওয়া বিভাগ মাছ ধরা জেলেদের জল থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে এবং উড়িশা রাজ্য কর্তৃপক্ষ প্রায় ২০০টি ট্রেন চলাচল বাতিল করেছে।
ভারতের তৃতীয় বৃহত্তম জনসংখ্যার নগরী কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার থেকে সমস্ত বিমান চলাচল বন্ধ করা হবে কিনা, কর্তৃপক্ষ তা বিবেচনা করছে।
পশ্চিমবঙ্গ ও ওড়িশা উভয় রাজ্যের উপকূলীয় অঞ্চলের পর্যটকদের সৈকতের রিসর্ট ছেড়ে নিরাপদ আশ্রয় যেতে বলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: