odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশের নিন্দা

odhikarpatra | প্রকাশিত: ২৪ October ২০২৪ ২৩:৫০

odhikarpatra
প্রকাশিত: ২৪ October ২০২৪ ২৩:৫০

বাংলাদেশ আজ আঙ্কারায় তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজে (টুসাস) সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

এখানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই কঠিন সময়ে তুরস্কের ভ্রাতৃপ্রতীম জনগণের সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণ একাত্মতা প্রকাশ করছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার এবং জনগণ এই সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছে।

বুধবার রাজধানী তুরস্কের আঙ্কারার কাছে তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা টুসাস- এর সদর দফতরে হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: