odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগ্নিসংযোগের ঘটনায় ৩ জন কারাগারে

odhikarpatra | প্রকাশিত: ২ November ২০২৪ ১৯:৩০

odhikarpatra
প্রকাশিত: ২ November ২০২৪ ১৯:৩০

রাজধানীর কচুক্ষেতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতারকৃত ৩ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। 

কারাগারে যাওয়া আসামিরা হলেন, রিফাত, হৃদয় ও ইয়াসিন।

আজ শনিবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপর দিকে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গত ৩১ অক্টোবর রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ভাষানটেক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সুত্র :বাসস



আপনার মূল্যবান মতামত দিন: