odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

গলাচিপায় চেতনানাশক দ্রব্য ব্যবহার করায় মা-ছেলে অসুস্থ

odhikarpatra | প্রকাশিত: ৫ November ২০২৪ ১৯:৪২

odhikarpatra
প্রকাশিত: ৫ November ২০২৪ ১৯:৪২

মোঃনাসির উদ্দিন স্টাফ রিপোর্টার পটুয়াখালীঃ

পটুয়াখালীর গলাচিপায় সু-কৌশলে সন্ধ্যা রাতে চুরি করার উদ্দেশ্যে চেতনানাশক দ্রব্য খাবারের সাথে ব্যবহার করলে মা ও ছেলে অচেতন হয়ে পরে। সকালে প্রতিবেশীদের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সয়ে ভর্তি করা হয়। গত ৩ নভেম্বর রবিবার উপজেলার আমখোলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভিক্টিম মাহিনুর বেগম ও মোঃ আজিজুল দু'জনেই বর্তমানে সুস্থ আছেন।
পুলিশ সংবাদ পেয়ে সোমবার সন্ধ্যা রাতে আমখোলায় একটি চেক পোস্ট বসান। তখন মাহাতাব নামের এক ব্যক্তিকে সন্দেহ হলে। তাকে ব্যাটারী সহ আটক করেন। জিজ্ঞাসা বামদের এক পর্যায়ে অপর আসামি রাশাদুলকে সোমবার রাত ১০টার দিকে বোয়ালিয়া হতে গ্রেপ্তার করা হয়।
আসামী মাহাতাব মৃধা ৩নং ওয়ার্ডের আমখোলা ইউনিয়নের বাসিন্দা ও অপর আসামী রাশাদুল ৯নং ওয়ার্ডের গলাচিপা সদর ইউনিয়নের বাসিন্দা। আসামীদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: