odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

বগুড়ায় আটক ১৬ ডাকাত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১ February ২০১৮ ১৯:২৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১ February ২০১৮ ১৯:২৮

বগুড়া প্রতিনিধিঃ ৩১ জানুয়ারি বুধবার দিবাগত রাত প্রায় সাড়ে ১০ টার দিকে দুপচাঁচিয়া আক্কেলপুর সড়কের দিঘী সাজাপুর সংযোগ সড়কের ইরামতি খাড়ির ব্রীজের পশ্চিম পাশে ইউক্যালিপটাস গাছের বাগানের মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে ১৬ জন ডাকাত কে দেশীয় অস্ত্র সহ পুলিশ গ্রেফতার করেছে।


গ্রেফতারকৃত ডাকাতরা হলো, বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার ডাকাহার গ্রামের রবিউল ইসলাম (৩২), জিয়ানগর মাধামুড়ি গ্রামের আব্দুস সোবহান (৩০), দুপচাঁচিয়া পৌর এলাকার বম্বোপাড়ার বেলাল হোসেন (৫২), কাহালু থানার আয়রা গ্রামের শফিকুল ইসলাম (২৮), দামগাড়া গ্রামের মামুনুর রশিদ ওরফে মামুন (৩০), বিনোদ গ্রামের ফয়েজ উদ্দিন (৩২), দামড়া গ্রামের আব্দুল বারিক (২৫), কল্যাণপুর গ্রামের কালু মালি (৪০), নয়াপাড়া গ্রামের আলীম প্রামানিক (২৫), আয়রা গ্রামের শামীম হোসেন (২০), ধলাহার গ্রামের আব্দুল জলিল (৫০), শিবগঞ্জ থানার পীরব গ্রামের বেলাল হোসেন (৪৮), জামুরহাট গ্রামের নজরুল ইসলাম (৫০), বগুড়া সদর থানার মালতি নগর দক্ষিণপাড়া মহল্লার জাকির হোসেন (৩৮), জয়পুরহাট জেলার কালাই থানার বিষ্টপুর গ্রামের জলিল মন্ডল (৩৫), ক্ষেতলাল থানার দিলবর রহমান (৪৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে উল্লেখিত ১৬ জন আসামি সহ অজ্ঞাত কয়েকজন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।


থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার দিন ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ হাতেনাতে ১৬ জন ডাকাতকে গ্রেফতার করে বৃহস্পতিবার গ্রেফতারকৃত ডাকাতদের আদালতে সোপর্দ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: