odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

টিম মিটিংয়ে সিদ্ধান্ত : কিপিং করবেন না মুশফিক

Admin 1 | প্রকাশিত: ২ March ২০১৭ ২৩:১৪

Admin 1
প্রকাশিত: ২ March ২০১৭ ২৩:১৪

আগে থেকেই গুঞ্জন ছিল, উইকেটকিপিং ছেড়ে দিতে পারেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। তবে গুঞ্জন ঢালপালা মেলে আজ সকালে টিম ম্যানেজারের বক্তব্যের পর।

অবশেষে  টিম মিটিংয়ের সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়া হলো, কিপিং ছেড়ে দেবেন মুশফিক। তিনি নিজেই এই সিদ্ধান্ত সানন্দে মেনে নিয়েছেন বলে  জানালেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

হায়দরাবাদ টেস্টে ৪ রানে থাকা ভারতীয় ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার সহজ স্ট্যাম্পিং ছেড়ে দিয়েই নিজের কিপিং ক্যারিয়ারের সর্বনাশ ডেকে আনেন মুশফিক। এরপর থেকেই চারদিক থেকে গুঞ্জন উঠতে থাকে তাকে আর কিপিং করতে না দেয়ার।

যদিও মুশফিক নিজেই বার বার বলছিলেন, তিনি কিপিং এবং ব্যাটিং দুটোই চালিয়ে যেতে চান। কারণ, উইকেটের পেছনে দাঁড়াতেই তার সবচেয়ে বেশি ভালো লাগে। তবে একই সঙ্গে একথাও জানিয়ে দিয়েছেন, ‘টিম ম্যানেজমেন্ট যেভাবে চাইবে সেভাবেই আমি থাকবো।’

তবে মোরাতুয়ায় প্রস্তুতিমূক ম্যাচের আগেরদিন টিম মিটিংয়ে বসে মুশফিককে নানান দিক বোঝানোর পর অবশেষে কিপিং ছাড়তে রাজি হলেন মুশফিক।



আপনার মূল্যবান মতামত দিন: