odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

চট্টগ্রামে সরকারি চাল বিভিন্ন ব্রান্ডের বস্তায় ভরে বাজারজাত, দেড় লাখ টাকা জরিমানা

odhikarpatra | প্রকাশিত: ১৫ November ২০২৪ ১৯:৪৫

odhikarpatra
প্রকাশিত: ১৫ November ২০২৪ ১৯:৪৫

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে খাদ্য অধিদপ্তরের সরকারি মোটা চাল চিকন চালে রূপান্তর করে বিভিন্ন ব্রান্ডের বস্তায় ভরে বাজারজাত করার দায়ে মেসার্স খাজা ভান্ডার নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), চট্টগ্রাম মেট্রোর কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটি খাদ্য অধিদপ্তরের মোটা চাল নিজস্ব গুদামে মেশিনের সাহায্যে চিকন চালে রূপান্তর করে বিভিন্ন ব্রান্ডের চালের নাম দিয়ে বাজারজাত করে। সেই সঙ্গে চালের বস্তায় ওজনেও কম পাওয়া গেছে।

এরআগে ১৩ নভেম্বর রাতেও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের দেয়া তথ্যের ভিত্তিতে গুদামটিতে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। অসঙ্গতি পাওয়ার পরও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা না থাকায় সেদিন বিষয়টি সুরাহা করা সম্ভব হয়নি। পাহাড়তলী থানা পুলিশের জিম্মায় রাখা হয় গুদামটি। পরবর্তীতে আজ বিকেলে ফের অভিযান চালিয়ে মেসার্স খাজা ভান্ডারের মালিক সাহাবুদ্দিন মিয়াকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে পাহাড়তলী থানা পুলিশ সহযোগিতা করে।



আপনার মূল্যবান মতামত দিন: