odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সংঘর্ষে ফ্রান্সে গুলিবিদ্ধ ৫

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ February ২০১৮ ২০:৪৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ February ২০১৮ ২০:৪৪

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের বন্দর নগরী ক্যালিয়ানে আফগান ও ইরিট্রিয়া অভিবাসীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

বিবিসি জানিয়েছে, গুরুতর আহত চারজনের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সরকারি আইনজীবীর দপ্তর থেকে জানানো হয়েছে, লোহার টুকরা আঘাতে আরও ১৩ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলম্ব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, শহরের দক্ষিণাংশে অভিবাসীরা খাবার নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে এক আফগান অভিবাসী গুলি ছুঁড়লে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় প্রায় ১০০  ইরিট্রিয়া ও ৩০ জন আফগান সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয় শহরের ওই অংশ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটি শিল্প এলাকায়। এ সময় ১৫০ থেকে ২০০ ইরিট্রিয়া আফগানদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ আফগানদের রক্ষায় হস্তক্ষেপ করে। ঘটনাস্থলে ফরাসি নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

ফ্রান্সে আগত শরণার্থীদের মধ্যে আফগানিরা যেমন আছেন তেমনই আছেন উত্তর পূর্ব আফ্রিকার ইরিট্রিয়া দেশের নাগরিকরা।

 



আপনার মূল্যবান মতামত দিন: