odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা

odhikarpatra | প্রকাশিত: ২৩ November ২০২৪ ১৪:৫৩

odhikarpatra
প্রকাশিত: ২৩ November ২০২৪ ১৪:৫৩

কুড়িগ্রাম জেলায় ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। এ অবস্থায় দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের শ্রমজীবি ও খেটে খাওয়া মানুষজন। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে বিস্তীর্ণ এলাকা। শীত ও ঘনকুয়াশার কারনে বিভিন্ন রুটে যানবাহন গুলো বিলম্বে যাতায়াত করছে।

আজ শনিবার সকাল ৭ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রী সেলসিয়াস। এ রিপোর্টটি লেখা পর্যন্ত কুয়াশার কারণে সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

দিনের বেলা তাপমাত্রার কিছুটা বৃদ্ধি পেলেও মধ্যরাত থেকে শীতের তীব্রতা অনুভুত হতে থাকে।

শীতের কারণে হাসপাতাল গুলোতে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে সর্দি,জ্বর,শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

জেলা সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় এলাকার  বাসিন্দা আব্দুল মালেক বলেন, দুইদিন থেকে শীত ও ঠান্ডা অনেকটা বাড়ছে। সারারাত বৃষ্টির মতো পরতে থাকে কুয়াশা। ঠান্ডা ও শীতের কারণে কাজ করতে সমস্যা হচ্ছে।

ওই ইউনিয়নের রিকশা চালক রহমত বলেন, সকালে যখন গাড়ি চালাই, তখন কুয়াশার কারণে রাস্তা দেখা যায় না। লাইট জ্বালিয়ে চালাতে হয়।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বর্তমানে শীতের সাথে ঠান্ডার প্রকপ কম থাকলেও আগামী সপ্তাহে হিমেল হাওয়া শুরু হতে পারে তখন আরও নিম্নগামী
হতে পারে জেলার তাপমাত্রা।



আপনার মূল্যবান মতামত দিন: