odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, সারাদেশে শীত আরও বাড়ার পূর্বাভাস

odhikarpatra | প্রকাশিত: ৪ January ২০২৬ ১৭:৫৮

odhikarpatra
প্রকাশিত: ৪ January ২০২৬ ১৭:৫৮

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

রাজধানী ঢাকায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ রোববার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় সামান্য কম। একই সঙ্গে আগামী কয়েকদিন সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে—৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল নওগাঁর বদলগাছী, পাবনা ও রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, ঢাকাসহ সারাদেশে শীতের অনুভূতি আগের দিনের তুলনায় বেড়েছে এবং এই ধারা আগামী দুই-এক দিন অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এ কারণে বিমান চলাচল, সড়ক যোগাযোগ ও অভ্যন্তরীণ নৌ পরিবহন সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বর্তমানে পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও বিস্তৃত হতে পারে। জানুয়ারি মাসজুড়ে দেশে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিশেষজ্ঞদের মতে, কুয়াশার পরিমাণ বাড়লে তাপমাত্রা আরও কমে গিয়ে শীতের তীব্রতা বাড়তে পারে। তবে আগামী ১০ জানুয়ারির পর তাপমাত্রা ধীরে ধীরে ২–৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে

 



আপনার মূল্যবান মতামত দিন: