odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্ট আদেশ স্থগিত চেয়ে আবেদন

odhikarpatra | প্রকাশিত: ২৫ November ২০২৪ ১৫:২২

odhikarpatra
প্রকাশিত: ২৫ November ২০২৪ ১৫:২২

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্ট আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আজ এই আবেদন করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার কোর্টে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

এরআগে ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়ে আদেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না- তা জানতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন উচ্চ আদালত।

গত ১৯ নভেম্বর এই আদেশ দেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এর আগে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মো. মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ চাওয়া হয়



আপনার মূল্যবান মতামত দিন: