odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক হারুন-উর-রশিদ আর নেই

odhikarpatra | প্রকাশিত: ২৬ November ২০২৪ ২৩:৪৭

odhikarpatra
প্রকাশিত: ২৬ November ২০২৪ ২৩:৪৭

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ হারুন-উর-রশিদ আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন)।

তিনি আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুতে বাংলা একাডেমি কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছেন।

সূত্র জানায়,  বাংলা একাডেমির মহাপরিচালক ও সভাপতির দায়িত্ব পালনকালে তিনি একাডেমির উন্নয়ন ও বিকাশে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন। মহাপরিচালক হিসেবে তাঁর কার্যকালে অভিধান প্রণয়ন ও  প্রকাশ, ‘আনন্দ পঠন গ্রন্থমালা’ প্রকাশ, ‘তরুণ লেখক প্রশিক্ষণ কর্মসূচি’ বাস্তবায়ন, একাডেমিতে গবেষণা, প্রকাশনা, প্রশিক্ষণ এবং একাডেমি প্রকাশিত বইয়ের বিপণন, একাডেমি প্রেসের আধুনিকায়নসহ নানান ক্ষেত্রে তিনি অনন্য ভূমিকা রেখেছেন।

অনুবাদ সাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক মোহাম্মদ হারুন-উর-রশিদ বাংলা একাডেমি পরিচালিত ‘আবু রুশ্দ সাহিত্য পুরস্কার’-এ ভূষিত হন।



আপনার মূল্যবান মতামত দিন: