odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

৪০০ পিছ ইয়াবা সহ দক্ষিন কেরানীগঞ্জে মাদক সম্রাট সহ ওয়ারেন্ট ভুক্ত আসামী আটক

odhikarpatra | প্রকাশিত: ১ December ২০২৪ ২৩:৫৮

odhikarpatra
প্রকাশিত: ১ December ২০২৪ ২৩:৫৮

শনিবার রাতে ইকুরিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা  ইউনুছ মুন্সী  রাতভর সাড়াশি অভিযানে  দক্ষিন কেরানীগঞ্জ থানার দক্ষিন পার গেন্ডারিয়া এলাকা থেকে ৪০০ পিছ ইয়াবা টেবলেট সহ  মাদক সম্রাট মোঃ সজিব, ওরফে ভাংগারি সজীব   কে আটক করেছে দক্ষিন কেরানীগঞ্জ থানার ইকুরিয়া পুলিশ ফাড়ির  ইনচার্জ চৌকস পুলিশ অফিসার এস আই ইউনুছ মুন্সী। 

শনিবার রাত ১ টার দিকে  নির্ভর যোগ্য সোর্স এর তথ্য অনুযায়ী এস আই ইউনুছ মুন্সীর  নেতৃত্বে, এ এস আই মাহবুব ও এ এস আই আসাদুল্লা সহ পুলিশের একটি চৌকস দলের সদস্যরা দীর্ঘ ১ ঘন্টা সময় তল্লাসী করে কেরানীগঞ্জের ইয়াবা সম্রাট খ্যাত মোঃ সজীব মিয়াকে ভাঙ্গারী সজীব কে ৪০০ পিছ ইয়াবা টেবলেট সহ দক্ষিন পার গেন্ডারিয়ায়  তার নিজস্ব ডেরা থেকে  তাকে গ্রেফতার করতে সক্ষম হয়, ইয়াবা ট্যাবলেট ২.৩৫ জব্দ করা হয়। 

তারপর আরেকটি অভিযানে দীর্ঘদিনের পলাতক একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত কুখ্যাত সন্ত্রাসী শাওন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হন  ইকুরিয়া পুলিশ ফাঁড়ীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইউনুছ মুন্সী , আলাপকালে তিনি  বলেন সজিব কে পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজে আসতে ছিল। হত্যা ব্লাকমেইলিং সহ একাধিক মামলার আসামি সজীব বরাবরই ছিল ধরাছোঁয়ার বাইরে। আমি এই এলাকায় দায়িত্ব পাওয়ার পর এলাকায় সন্ত্রাস , চাঁদাবাজ , মাদক এবং নারী ব্যাবসা সহ সকল ধরনের অপকর্মের বিরুদ্ধে এলাকার মানুষকে সহযোগিতা কারার আহবান জানাই।

এলাকাবাসী আমাকে সত:স্ফূর্তিতে সহযোগিতা করার প্রতিস্রুতি দেয়, কারন দীর্ঘদিন  ধরে  পার গেন্ডারিয়া এলাকার সাধারণ মানুষ সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারিদের নিকট জিম্মি ছিল, আমি তাদের আস্বস্ত করে বলি আপনারা ( সাধারণ এলাকাবাসী)  যদি আমাকে সহায়তা করেন তবে দক্ষিন কেরানীগঞ্জ থানার পার গেন্ডারিয়া এলাকা হবে একটি সুন্দর, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত এলাকা। এর ধারাবাহিকতায় আমি ও আমার টিম মাদক সম্রাট সজিব ও সন্ত্রাসী মাদক নারী ব্যাবসী শাওন কে গ্রেফতার করতে সক্ষম হই আর এ-র কৃতিত্ব আমি আমার টিমের সদস্যদের দিতে চাই কারন তারা জীবনের ঝুঁকি নিয়ে আমার নির্দেশ পালন করে আসামীদের আটক করতে আমাকে সহযোগী করে।



আপনার মূল্যবান মতামত দিন: