odhikarpatra@gmail.com ঢাকা | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

“ঢাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার পিস্তল-রিভলভার: শ্যামপুর এলাকা অভিযান”

odhikarpatra | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩২

odhikarpatra
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩২

অধিকারপত্র ডটকম ডেস্ক :

ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৫ 

রাজধানীর শ্যামপুর থানাধীন পশ্চিম জুরাইন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি রিভলভার, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, কামরাঙ্গীরচর থানা অভিযান চালিয়ে এই অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, একটি গোপন সংবাদের ভিত্তিতে তারা গত ২৬ সেপ্টেম্বর ওই এলাকায় অভিযান শুরু করে। একটি পাঁচ তলা ভবনের ছাদে, কবুতরের খাবার রাখার ড্রাম-এর ভিতরে এসব অস্ত্র ছড়িয়ে ছিল।
এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আসামি এখনও আটক হয়নি বলে পুলিশ জানায়।

রাজধানীর সেই এলাকায় রাতে এমন অস্ত্র রেখে যাওয়া মানে আনুমানিক নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে।পুলিশের গোপন ইনফর্ম্যান্ট বা নজরদারির তথ্য কার্যকরভাবে কাজে লাগানো হয়েছে; তা তুলে ধরে নাগরিক সচেতনতা ও তথ্যভাণ্ডারের গুরুত্ব স্পষ্ট হয়।ভবিষ্যতে এমন অভিযান আরও বেশী কার্যকর ও নিয়মিত করা দরকার  যাতে অস্ত্র পাচার ও অপরাধ প্রবণতা হ্রাস পায়।সাধারণ মানুষকে এ ধরনের অবৈধ অস্ত্র সম্পর্কে পুলিশকে সহায়তা করার আহ্বান দেওয়া যেতে পারে  যেমন সন্দেহভাজন বস্তু, স্থান বা সময়ের তথ্য জানানো।



আপনার মূল্যবান মতামত দিন: