odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

চট্টগ্রামে ৪ কোটি টাকার ইয়াবা ও নগদ ১৮ লাখ টাকাসহ ২ ভাই গ্রেফতার

odhikarpatra | প্রকাশিত: ৪ December ২০২৪ ১৮:৫৭

odhikarpatra
প্রকাশিত: ৪ December ২০২৪ ১৮:৫৭

চট্টগ্রামের আনোয়ারায় যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের বাসা তল্লাশি করে নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে মো. আব্দুল্লাহ আল নোমান (২৫) ও মো. আবু হানিফ (২২)।
বুধবার (৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে দুই ভাইকে গ্রেফতার করে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করেছে। এরপর তাদের থানায় হস্তান্তর করা হয়।

ওসি মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত দুই ভাইকে আটক করা হয়। তবে পালিয়ে যায় আরেক ইয়াবা ব্যবসায়ী বাবু। এ সময় তার বাসায় তল্লাশি করে নগদ ১৮ লক্ষ টাকা উদ্ধার করা হয় এবং পরবর্তী জিজ্ঞাসাবাদে পুরাতন টয়লেটের ভিতর থেকে ২ লক্ষ ১০ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য চার কোটি ২০ লাখ টাকা।

বিপুল পরিমাণ ইয়াবা এবং নগদ ১৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হয়। মাদকের মূল হোতাদের গ্রেপ্তারে যৌথ অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: