odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

হাতিয়ায় নৌকাডুবিতে ২ জেলের লাশ উদ্ধার, নিখোঁজ ২

odhikarpatra | প্রকাশিত: ৬ December ২০২৪ ২২:০৯

odhikarpatra
প্রকাশিত: ৬ December ২০২৪ ২২:০৯

নোয়াখালী জেলার হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরে নৌকা ডুবির ঘটনা আজ সকাল ৯টায় ২ জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নৌকায় থাকা আরও ২ জেলে এখনো নিখোঁজ রয়েছে।

শুক্রবার ভোর ৪ টার দিকে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাসেম (৫০) বুড়িরচর ৯নং ওয়ার্ডে মৃত আব্দুল আলীর ছেলে ও মো. জুয়েল (২৭)একই এলাকার মো. মোস্তফার ছেলে। তারা সম্পর্কে আপন মামা-ভাগিনা।

স্থানীয়রা জানান, গতবুধবার রাতে ২৪ জন জেলে নিয়ে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে জাল বসানোর জন্য যায় রবিয়ল মাঝির নৌকাটি।

আজ ভোরে ডুবো চরের সাথে ধাক্কা লেগে তাদের নৌকাটি উল্টে যায়। ২০ জন সাতার কেটে পাড়ে উঠলেও ৪ জন উঠতে পারেনি। পরে স্থানীয়রা নৌকার ভিতরে থাকা ২ জনের লাশ উদ্ধার করে। দেলোয়ার ও ইরান নামে অন্য দুজন এখনো নিখোঁজ রয়েছে।

হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ জানান, ঘটনা টি আমরা শুনেছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। ইতিমধ্যে আমরা মৃত জেলেদের পরিবারে সাথে কথা বলেছি। লাশ দাফনের প্রক্রিয়া চলছে। নিখোঁজ দুই জেলে উদ্ধারে আমরা চেষ্টা করছি।



আপনার মূল্যবান মতামত দিন: