odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

odhikarpatra | প্রকাশিত: ৮ December ২০২৪ ২১:০৮

odhikarpatra
প্রকাশিত: ৮ December ২০২৪ ২১:০৮

কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার (৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টার সভাপতিত্বে ‘বড়দিন’ এবং ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন সংক্রান্ত আইন-শৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবৈধ বিদেশিদের বিষয়ে আজ একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি  জারি করা হয়েছে উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, থার্টিফার্স্ট নাইটে ফানুস ওড়ানো নিষেধ করা হয়েছে এবং রাস্তাঘাটে  মানুষের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সীমান্তে অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, সীমান্তে আমরা পুরো সতর্ক রয়েছি। সিলেট, বেনাপোলসহ সারাদেশে বিজিবি সতর্ক রয়েছে। 

সভায় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: