odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ডাকসু নির্বাচন হতে পারে জানুয়ারিতে : ঢাবি প্রশাসন

odhikarpatra | প্রকাশিত: ৮ December ২০২৪ ২১:৪০

odhikarpatra
প্রকাশিত: ৮ December ২০২৪ ২১:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির শুরুর দিকে ডাকসু নির্বাচন আয়োজন করা হতে পারে।

রোববার (৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের বহু কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সব প্রতিবন্ধকতা ছাড়িয়ে আগামী বছরের জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির শুরুর দিকে ডাকসু নির্বাচন আয়োজন করতে চাই।

প্রক্টর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ডাকসু নির্বাচন আমাদের জন্য খুবই জরুরি। কারণ শিক্ষার্থীদের মতামত জানতে আমাদের বেশ বেগ পেতে হয়। ডাকসু নির্বাচন হলে এই প্রক্রিয়াটি আমাদের জন্য আরও সহজ হবে।

তিনি আরও বলেন, তবে বেশ কিছু সমস্যা রয়েছে। ডাকসুর রিফর্মেশন করার প্রয়োজন আছে। গঠনতন্ত্র নিয়ে বেশ কিছু আপত্তি জানিয়েছে ছাত্র সংগঠনগুলো।

প্রক্টর বলেন, ডাকসুতে ভিসির সম্পৃক্ত থাকা না থাকা নিয়েও কথা উঠছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে স্লোগান দেওয়া যাবে না। পোস্টার লাগানো যাবে না। ইত্যাদি বিভিন্ন রকম দাবি এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন: