odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

সিলেটে দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ February ২০১৮ ১৯:৩৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ February ২০১৮ ১৯:৩৬

সিলেট প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুই শিশুকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা।

মঙ্গলবার রাতে উপজেলার লামাকাজী ইউনিয়নের কোনাউড়া-নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

বিশ্বনাথ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা জানান, কৃষক কবির আলীর স্ত্রী বিউটি আক্তার রনি তার তিন বছর বয়সী ছেলে নাহিদুল ইসলাম মারুয়ান ও ১৮ মাস বয়সী ওয়াহিদুল ইসলাম রুমানকে ঘরের বাথরুমে বালতিতে চুবিয়ে হত্যা করেন। ছেলেদের হত্যার পর মা ডেটল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

খবর পেয়ে রাতে পুলিশ আহত অবস্থায় বিউটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কী কারণে শিশু দুটিকে হত্যা করেছেন মা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

জিজ্ঞাসাবাদের শিশুদের বাবা কবির আলীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান ওসি।



আপনার মূল্যবান মতামত দিন: