odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

odhikarpatra | প্রকাশিত: ১৮ December ২০২৪ ১৫:৪০

odhikarpatra
প্রকাশিত: ১৮ December ২০২৪ ১৫:৪০

জেলার পাটগ্রাম উপজেলায় গতকাল ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহেল রানা (৩২) নামে একজন স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

ওই উপজেলার বুড়িমারী মহাসড়কে মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন শিক্ষক সোহেল রানা। আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

নিহত শিক্ষক সোহেল রানা জোংড়া কাফির বাজার গ্রামের শিক্ষক আব্দুস সাত্তারের ছেলে। তিনি উপজেলার বাঁশকাটা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার সড়ক দুর্ঘটনায় শিক্ষক সোহেল রানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পৌর শহরের মির্জারকোট এলাকার সোহেল রানা মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় বিকেল ৫টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহত অবস্থায় সোহেল রানাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।



আপনার মূল্যবান মতামত দিন: