odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

খাগড়াছড়িতে সেলাই মেশিন, শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

odhikarpatra | প্রকাশিত: ১৮ December ২০২৪ ১৯:২৬

odhikarpatra
প্রকাশিত: ১৮ December ২০২৪ ১৯:২৬

খাগড়াছড়ি জেলায় আজ তৃণমূল পর্যায়ের পিছিয়েপড়া ও দুর্গম এলাকার নারীদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে অস্বচ্ছল নারী ও শিশুদের মধ্যে সেলাই মেশিন, শীত বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার বিকেলে খাগড়াছড়ি শহরের পুলিশ লাইন্স স্কুলের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রি বিতরণ করা বিতরন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী পারভীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল ও অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মাত্রা’ আয়োজিত এ অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া ১২জন নারীকে জনপ্রতি একটি সেলাই মেশিন, একশ’ জনকে শীতবস্ত্র, চম্পাঘাট শিশু সদনের ৩৫জন অনাথ শিশুর মধ্যে একবছরের শিক্ষা উপকরণ, ৫৩ জন অস্বচ্ছল শিক্ষার্থীর মধ্যে পোশাক বিতরণ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: