odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ঝিনাইদহে বাসের ধাক্কায় এক নারী নিহত

odhikarpatra | প্রকাশিত: ২০ December ২০২৪ ১৬:১০

odhikarpatra
প্রকাশিত: ২০ December ২০২৪ ১৬:১০

জেলার কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মৌসুমি খাতুন (৩৫) নামের এক নারী নিহত হয়েছে।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের মল্লিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মৌসুমি খাতুন কালীগঞ্জের পুকুরিয়া গ্রামের ইব্রাহিম মিয়ার স্ত্রী।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে একটি যাত্রীবাহী বাস একটি ইজিবাইককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ইজিবাইকে থাকা মৌসুমি খাতুন ছিটকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে গুরুত্বর আঘাত পেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ইজিবাইক চালক ফিরোজ হোসেন (২৫) আহত হয়েছেন। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) তোফাজ্জল হক বাসস'কে বলেন, মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাস আটক করা সম্ভব হয়নি। আমরা বাসটি শনাক্তের কাজ শুরু করেছি।



আপনার মূল্যবান মতামত দিন: