odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

শ্রীনগরে বিজয় দিবসে মাইক বাজানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গর্ভবর্তী নারীসহ আহত-৪

odhikarpatra | প্রকাশিত: ২০ December ২০২৪ ২৩:৪৩

odhikarpatra
প্রকাশিত: ২০ December ২০২৪ ২৩:৪৩

শ্রীনগরে বিজয় দিবসে মাইক বাজানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক গর্ভবর্তী নারীসহ ৪ জন গুরুত্বর আহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ব্যাপারে বারেক শেখ বাদী হয়ে হামলাকারী রাজনসহ ১৩ জনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

অভিযোগ সুত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে সোমবার রাতে জাহাঙ্গীর মৃধার ছেলে মেহেদীসহ আরো কয়েকজন মাইকে বিজয়ের গান বাজিয়ে বিজয় উল্লাস করে। এসময় কুট্টির ছেলে নাজমুল এসে মাইক বাজাতে নিষেধ করলে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়।

এই নিয়ে শুক্রবার বিকেলে শালিস বসে। শালিসে বিষয়টি মীমাংসা না হয়ে পূনরায় উভয় পক্ষের তর্কবিতর্ক শুরু হয়।  এরই জের ধরে নাজমুলসহ ঐ এলাকার মালেক শেখের ছেলে রাজন,রুবেল, দুলাল শেখের ছেলে মিঠু,টিটু, নজিরের ছেলে সজিব, জাহিদ,আনু বেপারীর ছেলে জসিম,আব্দুলের ছেলে জাহিদ,মতির ছেলে আলামিন ও আকবরের

ছেলে তাজুলগং আরো অজ্ঞাত লোকজন নিয়ে  ইউনিয়ন কৃষকদলের সভাপতি বারেক শেখের বাড়ীতে হামলা চালিয়ে বারেক শেখের স্ত্রী দিলরুবাসহ, জাহাঙ্গীর মৃধার গর্ভবর্তী স্ত্রী নাজমা বেগম,ছেলে মেহেদী ও ভাতিজি পুষ্প বেগমদের এলোপাথারীভাবে পিটিয়ে গুরুত্বর আহত করে।  দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ঘরে থাকা আলমারীসহ মোবাইলসেট, মোটর সাইকেল ভাংচুর করে এবং আলমারীতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়। 

এব্যাপারে শ্রীনগর থানার এসআই তারেক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি



আপনার মূল্যবান মতামত দিন: