odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেত্রী চট্টগ্রামে গ্রেফতার

odhikarpatra | প্রকাশিত: ২৭ December ২০২৪ ১৫:১৭

odhikarpatra
প্রকাশিত: ২৭ December ২০২৪ ১৫:১৭

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে চট্টগ্রামের দেবপাহাড়ের বাসা থেকে পুলিশ গ্রেফতার করেছে।।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে চকবাজার থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা নাজনীন সরওয়ার কাবেরী (৫২) কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের বোন এবং সাবেক সংসদ সদস্য ওসমান সরওয়ারার আলম চৌধুরীর মেয়ে। দেবপাহাড়ের বাসাটি কাবেরীর পৈতৃক নিবাস।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা-কর্মী কাবেরীর বাসার সামনে অবস্থান নেন। পরে পুলিশ ওই বাসা থেকে কাবেরীকে গ্রেপ্তার করে।

জেলা পুলিশ সুপার মো. রহমত উল্লাহ বলেন, ‘চট্রগ্রামের পুলিশ কাবেরীকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। রাতে তাকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: