odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিপ্লব সাধারণ সম্পাদক মানিক

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৯ December ২০২৪ ২১:২৬

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৯ December ২০২৪ ২১:২৬

মো: আহসানুল ইসলাম আমিন :

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী বিপ্লব হাসান এবং ভোট গ্রহণের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সাখাওয়াত হোসেন মানিক।

৯ সদস্য বিশিষ্ট কমিটিতে ৬ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় ৩ টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আজ রবিবার ( ২৯ ডিসেম্বর) দুপুর ২ টা থেকে শহরের খালইস্ট এলাকার সংগঠনটির জেলা কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫ টা পর্যন্ত। ৮৬ জন ভোটারের মধ্যে ৩ টি পদে ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

এতে সাধারণ সম্পাদক পদে মো. সাখাওয়াত হোসেন মানিক সরাসরি ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রুবেল পেয়েছেন ১৮ ভোট।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু সাঈদ সৌরভ পেয়েছেন ৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরিফ পেয়েছেন ১৩ ভোট ও সাধারণ সদস্য পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মাসুদ হাসান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম পেয়েছেন ২৯ ভোট।

এছাড়া, বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে কাজী বিপ্লব হাসান, সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, কোষাধ্যক্ষ আব্দুর রকিব, দপ্তর সম্পাদক রহমত উল্লাহ দেওয়ান, প্রচার সম্পাদক মো. শাহআলম।



আপনার মূল্যবান মতামত দিন: