odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বায়ুদূষণ রোধে সাত জেলায় মোবাইল কোর্ট; ৪৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায়

odhikarpatra | প্রকাশিত: ৮ January ২০২৫ ২২:২৯

odhikarpatra
প্রকাশিত: ৮ January ২০২৫ ২২:২৯

ঢাকা, শরীয়তপুর, রংপুর, কুড়িগ্রাম, কুষ্টিয়া, ফরিদপুর ও মাদারীপুরসহ দেশের সাত জেলায় ১৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে আজ ৪৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বায়ুদূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় ৪টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আরো ৪টি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

অবৈধ পলিথিনের বিরুদ্ধে রংপুর, পিরোজপুর ও ঢাকার কারওয়ান বাজারে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় ৪টি মামলায় ৩ লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ১১ হাজার ২৬৭ কেজি পলিথিন জব্দ করা হয়।

ঢাকা মহানগরে যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিচালিত ১টি মোবাইল কোর্ট ৯টি যানবাহনের চালককে ২০ হাজার টাকা জরিমানা করে এবং চালকদের সতর্ক করে।

এদিকে, ঢাকা মহানগরের পল্টন ও পশ্চিম আগারগাঁওয়ের খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখায় ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। কয়েকজনকে সতর্ক করা হয়। ড



আপনার মূল্যবান মতামত দিন: