odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ

odhikarpatra | প্রকাশিত: ৯ January ২০২৫ ১৪:৫৭

odhikarpatra
প্রকাশিত: ৯ January ২০২৫ ১৪:৫৭

চুয়াডাঙ্গায়   জেলায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে। এক সপ্তাহ পর  সীমান্তবর্তী এ জেলা আবারও মৃদু শৈত্য প্রবাহের কবলে পড়েছে। 

এর আগে ২ জানুয়ারি চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যায়।   হালকা কুয়াশার সঙ্গে শীতল বাতাস যোগ হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। গত ৬ দিন ধরে তাপমাত্রা ১২/১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। তবে আজ বেলা বাড়ার  সঙ্গে সঙ্গে দেখা মিলেছে সূর্যের।

ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাস নতুন করে বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা। তারপরও জীবিকার তাগিদে নিম্নবিত্ত মানুষ কুয়াশা ও শীতকে উপেক্ষা করে কাজে যাচ্ছেন। অনেককে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। শীতের কারণে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ। প্রতিদিন জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল ইসলাম  জানায়, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

 



আপনার মূল্যবান মতামত দিন: