odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা : সিইসি

odhikarpatra | প্রকাশিত: ১১ January ২০২৫ ২২:৩০

odhikarpatra
প্রকাশিত: ১১ January ২০২৫ ২২:৩০

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে নির্বাচন কমিশন।’

তিনি আজ শনিবার সকালে সিলেট সার্কিট হাউসে সিলেট অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন।

সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টা ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে ভোট আয়োজন করতে কাজ করছে কমিশন। নির্দিষ্ট নীতিমালার মাধ্যমে নির্বাচনের যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের কোনো সম্ভাবনা নেই জানিয়ে এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোন মন্তব্য করতে চাই না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে একদিনে সব নির্বাচন আয়োজন কোনোভাবেই সম্ভব না।’

আওয়ামী লীগের নিবন্ধন থাকা-না থাকা এবং নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনই সিদ্ধান্ত নয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি না এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কি না, তা সময়ই বলে দেবে। সময় আসলে দেখা যাবে, কোন কোন দলের নিবন্ধন থাকে।



আপনার মূল্যবান মতামত দিন: