odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ইবির হলে ধুমপান ও মাদকে নিষেধাজ্ঞা আরোপ

odhikarpatra | প্রকাশিত: ২২ January ২০২৫ ০৬:৫৭

odhikarpatra
প্রকাশিত: ২২ January ২০২৫ ০৬:৫৭

 

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলে এবং গেটের অভ্যন্তরে ধুমপান-সহ সকল প্রকার মাদক সেবনে নিষেধাজ্ঞা আরোপ করেছে হল প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান হল প্রভোস্ট।

মঙ্গলবার (২১ জানুয়ারি) হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ রাসেল হলের আবাসিক ছাত্রদের জন্য জানানো যাচ্ছে যে, হলের ব্যক্তিগত রুমে এবং হল গেটের অভন্তরে ধুমপান ও কোন প্রকার মাদক সেবন করা যাবে না। শিক্ষার্থীদের এই আদেশ মেনে চলার নির্দেশ দেওয়া হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদের বলেন, আমরা গতকাল শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছি। তখন তারা অভিযোগ জানিয়েছে যে, হলের রুমে বসে কিছু শিক্ষার্থী ধুমপান করে। এতে অন্য শিক্ষার্থীদের সমস্যা হয়। পরিসংখ্যান এমন যে একরুমে ৪ জন থাকলে ১ জন ধুমধান করে বাকি ৩ জনের সমস্যা হয়। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তাই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

শাস্তির বিষয়ে জানতে চাইলে বলেন, কেউ অভিযোগ করলে আমরা কমিটি গঠন করবো। তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তি দেয়া হবে। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নির্ধারণ হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: