odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

odhikarpatra | প্রকাশিত: ২২ January ২০২৫ ২২:৪২

odhikarpatra
প্রকাশিত: ২২ January ২০২৫ ২২:৪২

ইরানের মধ্যাঞ্চলে এক পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে বুধবার এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিচার বিভাগের সরকারি বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

মিজান অনলাইন জানিয়েছে, ‘জারানদিহ শহরের পুলিশ কমান্ডার মহাসড়কের পাশে চোরাকারবারীদের একটি গাড়ি থামাতে বললে হত্যাকারী পুলিশ কমান্ডারকে খুন করে তার গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’

তেহরান থেকে এএফপি আজ এ খবর জানায়।

বার্তা সংস্থা মিজান জানিয়েছে, ২০২৩ সালের ৩০ মে, ইরানের মধ্যাঞ্চলীয় মারকাজি প্রদেশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের পরিবার মৃত্যুদন্ডের আবেদন করলে ইরানী আইনে আসামীকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

মিজান জানিয়েছে, ‘ভুক্তভোগীর বাবা-মা খুনিকে ক্ষমা করতে অস্বীকার করায় আজ সকালে সেভেহ কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গ্রুপগুলোর মতে প্রতি বছর চীনের পর ইরান বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করে।

ইরানে হত্যা, মাদক পাচার, ধর্ষণ এবং যৌন নিপীড়নসহ বড় অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়।

গত ডিসেম্বরে ইরানি কর্র্তৃপক্ষ কয়েক ডজন নারীকে নির্যাতন করার অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে।



আপনার মূল্যবান মতামত দিন: