odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বিশেষ অভিযানে পাঁচ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

odhikarpatra | প্রকাশিত: ২৫ January ২০২৫ ১৮:৫৭

odhikarpatra
প্রকাশিত: ২৫ January ২০২৫ ১৮:৫৭

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শরিফুল ইসলাম পিয়াল (২৬), ২। মোঃ মশিউর রহমান মানিক (২৮), ৩। রাসেল সরদার (২২), ৪। মোঃ মামুন হোসেন নাঈম (২৮) ও ৫। মোঃ মুন্না হোসাইন (২৫)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১০:৫৫ ঘটিকায় মশিউর, রাসেল, মামুন ও মুন্নাকে রায়ের বাজার পাবনা হাউজিং গলি ও হোসেন সাহেবের গলি থেকে এবং শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০২:১০ ঘটিকায় শরিফুলকে মোহাম্মদপুর থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানা এলাকায় ছিনতাইকারী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের বিভিন্ন ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা তারা স্বীকার করেছে।

রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, বিভিন্ন থানায় মোঃ শরিফুল ইসলাম পিয়াল এর নামে সাতটি, মোঃ মশিউর রহমান মানিক এর নামে পাঁচটি, রাসেল সরদার এর নামে তিনটি এবং মোঃ মামুন হোসেন নাঈম ও মুন্না হোসাইন এর নামে দুটি করে ছিনতাইয়ের মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

ডিএমপি নিউজ



আপনার মূল্যবান মতামত দিন: