odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

odhikarpatra | প্রকাশিত: ৩১ January ২০২৫ ২৩:১৮

odhikarpatra
প্রকাশিত: ৩১ January ২০২৫ ২৩:১৮

রংপুরে শুক্রবার সকালে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে। পুলিশ এ খবর জানায়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, রংপুর নগরীর সাতমাথা চায়না হল এলাকায় কুড়িগ্রামগামী একটি নাইট কোচ ও একটি থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়। এ ঘটনায় আরো চারজন আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ আলম বাসস’কে জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই নাইট কোচটি দ্রুত পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে, পীরগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কের বড় দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত হয়েছে। সকাল পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বড় দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বাসস’কে জানান, সকালে কুড়িগ্রামগামী একটি বাস পুলিশ ফাঁড়ির সামনে যাত্রী নামানোর সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী আরেকটি বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ২০ যাত্রী আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়।



আপনার মূল্যবান মতামত দিন: