odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

কুমিল্লায় ১৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

odhikarpatra | প্রকাশিত: ৪ February ২০২৫ ২২:৪৬

odhikarpatra
প্রকাশিত: ৪ February ২০২৫ ২২:৪৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা টোল প্লাজা এলাকা থেকে কাভার্ডভ্যান ভর্তি সোয়া ১৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে দাউদকান্দি হাইওয়ে পুলিশ।

আজ মঙ্গলবার দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মধুপুর ট্রান্সপোর্ট নামের কাভার্ড ভ্যানে তল্লাশি করে এসব নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় কাভার্ড ভ্যানের চালক উজ্জ্বল হোসেনকে (২৪) আটক করা হয়। নিষিদ্ধ পলিথিন ভর্তি মধুপুর ট্রান্সপোর্ট নামের কাভার্ড ভ্যানটি ঢাকার ইমামগঞ্জ থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এলে হাইওয়ে পুলিশ তল্লাশি করে ১৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন-সহ গাড়িটি জব্দ করা হয়।

এ ঘটনায় আটক কাভার্ড ভ্যানের চালক উজ্জ্বল হোসেন যশোর জেলার বেনাপুল গ্রামের আবদুস সামাদের ছেলে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আক্তার জানান, জব্দ পলিথিনসহ মঙ্গলবার সন্ধায় কাভার্ড ভ্যানের চালক উজ্জ্বল হোসেনকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: