odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

থাই বিমানে বাংলাদেশি যাত্রীর মৃত্যু, শাহ আমানতে জরুরি অবতরণ

odhikarpatra | প্রকাশিত: ৭ February ২০২৫ ২১:০০

odhikarpatra
প্রকাশিত: ৭ February ২০২৫ ২১:০০

থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকাগামী একটি বিমানে মাঝপথে হার্ট অ্যাটাক করা এক যাত্রীকে নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে থাই এয়ারওয়েজের একটি বিমান। বিমানেই সাজ্জাদ নামের ওই যাত্রীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪০মিনিটে ঢাকাগামী বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করলে সংশ্লিষ্ট চিকিৎসকরা ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ার থেকে রাত ১২টা ৩৯ মিনিটে চট্টগ্রাম টাওয়ারকে জানানো হয় যে, থাই এয়ারওয়েজের ব্যাংকক টু ঢাকা ফ্লাইট টিএইচএ ৩৩৯ এর এয়ারক্রাফটে একজন যাত্রী অন বোর্ড (উড্ডয়নরত অবস্থায়) হার্ট এ্যাটাক করার কারণে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করেছে এবং বিমানটির ক্যাপ্টেন সবচেয়ে কাছাকাছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চাচ্ছেন।

সাজ্জাদ নামের ওই যাত্রীর বিষয়ে তৎক্ষণাৎ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টাওয়ার বিমানবন্দর পরিচালককে অবহিত করেন। রাত ১টা ৪০ মিনিটে বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে। এরপর বিমানবন্দরের কর্তব্যরত ডাক্তার বিমানে প্রবেশ করে ওই রোগীকে দেখে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করেন।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, ‘রাতে বিমানটি অবরতণের সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের দায়িত্বে থাকা ডাক্তার ওই বিমানে প্রবেশ করেন। কিন্তু এর আগেই ওই যাত্রী মারা যান। তারপরও আমরা তার মৃত্যু নিশ্চিত হতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে চেয়েছিলাম। কিন্তু থাই এয়ারওয়েজের কর্তৃপক্ষ ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে আমাদের জানায়। পরে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।’



আপনার মূল্যবান মতামত দিন: