odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

খিলগাঁওয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় যুবক নিহত

odhikarpatra | প্রকাশিত: ৯ February ২০২৫ ২১:৫৫

odhikarpatra
প্রকাশিত: ৯ February ২০২৫ ২১:৫৫

রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ জাহিদ (২২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০ টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, খিলগাঁও থেকে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে।

জাহিদের সহকর্মী মোহাম্মদ রিয়াজ জানান, ‘আমরা ঠিকাদারের অধীনে রাস্তার নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করি।

সকালে খিলগাঁও পূর্ব নন্দীপাড়া ৯ নং রোডের মাথায় রাস্তার নির্মাণ কাজ করার সময় একটি বেপরোয়া যাত্রীবাহী বাস জাহিদকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়।’

তিনি আরও বলেন, এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: